ভোলা জেলা প্রতিনিধি : চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফয়েজ মাহমুদের (৪০) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বরিশালের ধপধপিয়া সেতু সংলগ্ন নদী থেকে বরিশাল বন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফয়েজ মাহমুদ ওসমানগঞ্জ ইউনিয়নের সুলতান মাহমুদের ছেলে। বরিশাল বন্দর নৌ-পুলিশের পরিদর্শক আল মামুন এতথ্য নিশ্চিত করেছেন। রবিবার বিকেলে চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে তার লাশ দাফন করা হয়েছে।
ফয়েজ মাহমুদ বরিশাল থেকে চিকিৎসা শেষে গত বুধবার সকালে খেয়া নৌকায় নদী পার হওয়ার সময় বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হন। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড সদস্যরা ফয়েজ মাহমুদকে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হন।
বরিশাল বন্দর নৌ -পুলিশের পরিদর্শক আল মামুন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।