সাভার প্রতিনিধি : সাভারে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে |
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি (ঢাকা-১৯)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সভার সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।