মাশরাফীর মা বাবা-সহ ৪জন করোনায় আক্রান্ত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, August 8, 2020

মাশরাফীর মা বাবা-সহ ৪জন করোনায় আক্রান্ত



অনলাইন ডেস্ক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার মা-বাবা সহ ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । ৭ আগস্ট শুক্রবার রাতে আমার দেশের সংবাদ কে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা রাসেল বিল্লাহ।
এর আগে মাশরাফি, স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনা আক্রান্ত হন। তারা এখন সুস্থ। এবার মাশরাফির বাবা গোলাম মোর্তুজা স্বপন, মা হামিদা মোর্তুজা, মাশরাফির ছোট ভায়ের স্ত্রী এবং মামির শরীরেও বাসা বেঁধেছে করোনা ভাইরাস।
রাসেল বিল্লাহ বলেন, ক্যাপ্টেনের বাবা, মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজিটিভ। করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মোর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন। দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে।
তিনি আরও বলেন, মাশরাফি পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন। সবাই সুস্থ আছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages