ভালুকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, August 22, 2020

ভালুকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত


ময়মনসিংহ প্রতিনিধি  : ময়মনসিংহের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল। উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
ওসি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages