আশুলিয়া প্রতিনিধি : দুরন্ত সাহসী মুজিব সৈনিক কর্মনিষ্ঠা এবং আদর্শের প্রতি একনিষ্ঠ কর্মী হয়ে নিরলস শ্রমের মাধ্যমে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আঙ্গিনায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা ধারণকারী জনকল্যাণকামী আশুলিয়ার ইয়ারপুরের জামগড়ার ঐতিহ্যবাহী মীর পরিবারের মোহাম্মদ তমিজউদ্দিন মীরের সুযোগ্য সন্তান সুমন হোসেন মীর ।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আলোচিত মুখ, যুবলীগের রাজনীতিতে নির্লোভ, সৎ, ত্যাগী সাহসী মেধাবী এবং নেতাকর্মীদের কাছে জনপ্রিয় রাজনীতিবিদ। সৌম্য-শান্ত-নম্র অথচ দৃঢ়চেতা মনোভাবের এক মূর্তপ্রতীক, যিনি সময়কে প্রভাবিত করতে পেরেছেন আপন কীর্তি দ্বারা। পরিশ্রমী ও পরিচ্ছন্ন মুজিব আদর্শের সৈনিক হিসাবে তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের জনপ্রিয় নেতৃত্ব ।
স্কুলজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির সিঁডিতে পা রাখেন সুমন হোসেন মীর । আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়ার হাত ধরে যোগ দেন আওয়ামী যুবলীগের রাজনীতিতে। তিনি এগিয়ে চলেছেন নেতাকর্মীদের ভালোবাসা আন্তরিকতা আর সহযোগিতা নিয়ে। যুবলীগের প্রতিটি কার্যক্রমে তিনি সক্রিয় ভুমিকা পালন করছেন। পারিবারিক সূত্রে মুক্তিযুদ্ধের চেতনায় স্নাত আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সচেতন তিনি। বিগতদিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতাকর্মীদের ভালোবাসায় রাজপথের এই লড়াকু যোদ্ধা দিনে দিনে যুবলীগের প্রতিটি কর্মীর কাছে হয়ে উঠেছেন অসাধারণ ও নির্ভরযোগ্য এক মুজিব আদর্শের পথিকৃৎ। আর তাই সুমন মীরকে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের মূল নেতৃত্বে দেখতে চায় যুবলীগের নেতাকর্মীরা।
এ প্রতিবেদকে সুমন হোসেন মীর বলেন, ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুসারে শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত যুবলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে চাই।
যুবলীগের মতো সংগঠনে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর সেই সঙ্গে সংগঠনকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।’
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা জানান, দখলবাজ টেন্ডারবাজ চাদাঁবাজ দুর্নীতি মুক্ত বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশিত পথ অনুসরণকারী সুমন হোসেন মীর কে আমরা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের মূল নেতৃত্বে দেখতে চাই,
আমরা বিশ্বাসকরি যুবলীগের কেন্দ্রীয় কমিটি সুমন হোসেন মীরের বিগত দিনের কর্মকান্ড মূল্যায়ন করে তাকে অধিষ্ঠিত করবেন।