আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মিডিয়ায় চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আট প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। অভিযানের খবর পেয়ে প্রতারকদের গড ফাদার সবুজ শাহী পালিয়ে গেছে।
র্যাব-৪এর পক্ষ থেকে জানানো হয়, আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবনে অফিস ভাড়া নিয়ে প্রতারণা শুরু করে ঐ প্রতারক চক্রটি। কথিত দৈনিক জয় সংবাদসহ ছয়টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী সারা বাংলাদেশের নিরিহ মানুষকে টেলিভিশন পত্রিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি র্যাব-৪ কে জানায়।
শুক্রবার সকালে প্রতারণার অভিযোগে ওই প্রতিষ্ঠানের আট প্রতারককে আটক করা হয়। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে কথিত ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডিজিটাল প্রতারক এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী পালিয়ে যায়। র্যাব এ সময় তাদের অফিস থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করে।
র্যাব আরও জানায়, ওই প্রতারক চক্র এ পর্যন্ত সারা দেশে ৫৬৩ জনকে চাকুরী দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
আটককৃত প্রতারকরা হলো রমজান আলী (৪৫), ইউনুস আলী (৫১),কাজী শিলন (৩৫),আশরাফুল আলম (৫২),আলমাস হোসেন (২২),রফিকুল ইসলাম (৫০),সোহাগ কবির (২২) ও এবিএম মাহবুবুর রহমান (৪৫)। এরা সবাই কথিত দৈনিক জয় সংবাদসহ ছয়টি প্রতিষ্ঠানের প্রতারক ছিলেন।
আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
এবিষয়ে র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,ওই কথিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতারক এস ডিজি তফিকুল আলম সবুজ শাহীকে আটক করতে তারা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।