আশুলিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু-র অকাল মৃত্যুতে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আশুলিয়ার বাইপাইল সংলগ্ন বসুন্ধরা মাঠে স্বরণ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদল এর সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির , সিনিয়র যুগ্ম-সম্পাদক বদরুল আলম সুমন , আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল আলম , সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, ,যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুল ইসলাম আতিক , সাধারণ সম্পাদক, ফিরোজ, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল আলম খান, ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেন,পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন,ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,থানা স্বেচ্ছাসেবকদল সহ সভাপতি আঃ হালিম,সিদ্দিকুর রহমান,তামিম,আসলাম,নান্নু,কাজিম,ইয়ার হোসেন,মালেক,মোকলেছ ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রানা, মাসুদ রানা, মোঃ তমিজ উদ্দিন তানভীর, লিটন, মামুন চোধুরী,আঃ রশিদ,জাকির,নুরুল, মজিদ, মমিন, জহির সহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
স্বরণ সভায় বক্তাগণ মরহুম শফিউল বারী বাবু- বিভিন্ন কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুল্লাহ।
পরে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।