"সাভারের রাজনীতির উল্লেখযোগ্য ইতিহাস" পর্ব-১ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, August 9, 2020

"সাভারের রাজনীতির উল্লেখযোগ্য ইতিহাস" পর্ব-১


মুক্তিযোদ্ধা কে এম হামিদ রঞ্জু : সম্ভার বা সাভার নামটি কখন থেক কিভাবে চালু হয়েছিল তার কোন বস্তুনিষ্ঠ বা সঠিক ইতিহাস পাওয়া যায়নি।তবে লোক মুখে বা জনশ্রুতি আছে সাভারে এক সময় প্রচুর শালবন ছিল এ-থেকেও হতে পার অথবা বংশিনদীর ঢেউয়ের ফেনা এই এলাকায় জমা হতো সে থেকেও সম্ভার নামটি হতে পারে, কেননা সম্ভার শব্দের অর্থ ফেনাইয়ে উঠা। নামের ইতিহাসে যাই থাক এই অঞ্চলের জনপদের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর পূর্বেও ছিল। প্রাচীন জনপদ হলেও সাভারের মানুষের শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি ও রাজনীতির তেমন কোন উল্লেখযোগ্য ইতিহাস নেই। আমি এখানে সাভারের ভূমি ও মানুষকে দুই ভাগে বিভক্ত করেছি।(১) ভূমি -সাভারের উত্তর অঞ্চল যা উঁচু লাল মাটি দ্বারা গঠিত।(২) সাভারের দক্ষিণ অঞ্চল বা নিম্ন অঞ্চল যা বেলে দোআঁশ মাটি দ্বারা গঠিত। উত্তরাঞ্চলের উঁচু লাল মাটি প্রমান করে এই অঞ্চলটি অতি প্রাচীন।সাভার পৌর এলাকার দক্ষিণাংশের গ্রাম বংশি ও ধলেশ্বরী নদীর পূর্বে কর্ণপাড়া,উলাইল,গেন্ডা এবং বনগ্রাম ইউনিয়নের সাধাপুর,কোন্ডা,চাকুরলিয়া,নিকরাইলের একাংশ নিয়ে বিরুলিয়া,আশুলিয়া,ইয়ারপুর,পাথালিয়া,ধামসোনা,শিমুলিয়ার অংশ বিশেষ জুড়ে দেখা যায় উঁচু টিলা যুক্ত লাল মাটি। (২)দক্ষিণাঞ্চল বা নিম্ন বেলে দোআঁশ মাটি, তেঁতুলঝোড়া ইউনিয়নের উত্তরের কিছু অংশ বাদে এবং বনগ্রাম ইউনিয়নের উত্তরের কিছু অংশ ছাড়া দক্ষিণে পুরো ভাকুর্তা ইউনিয়ন জুড়ে রয়েছে বেলে দোআঁশ মাটি বা নিম্নাঞ্চল।সাভারের এই দুই অঞ্চলের মাটির গঠন যেমন ভিন্ন তেমনি দুই অঞ্চলের মানুষের মধ্যেও রয়েছে কিছুটা বিন্নতা।দক্ষিণাঞ্চলের মানুষ গুলোর চাল চলন ও ভাষার আঞ্চলিকতা ও উত্তরাঞ্চলের মানুষের সাথে পার্থক্য পরিলক্ষিত হয়।আমার দৃষ্টিতে উত্তরাঞ্চলের মানুষ গুলি কিছুটা শান্ত,নম্র এবং অলস প্রকৃতির, আবার দক্ষিণাঞ্চলের মানুষ গুলো অশান্ত ও সাহসী বা কর্মঠ প্রকৃতির। সাভারের উভয় অংশেই কিছু  মানুষ আছে যারা স্থানীয় আদি বাসিন্দা নয়।প্রায় তিনশত বছর পূর্বে ত্রিপুরা বর্তমান কুমিল্লার পূর্বে মগ উপজাতিদের অত্যাচারে টিকতে না পরে পৈতৃক ভিটেমাটি ছেড়ে ঐ অঞ্চলের কিছু মানুষ সাভার সহ বৃহত্তর ঢাকা জেলার পূ্বাংশে স্থায়ী ভাবে বসবাস শুরু করে।ঢাকার স্থানীয়রা তাদেরকে পূবা(পূর্ব অঞ্চল থেকে আসছে)বলে ডাকতো।যাইহোক এই ভূ-প্রকৃতি ও মানুষের বিভাজন ইহা আমার সীমাবদ্ধ জ্ঞানের প্রভাব তাড়িত অতএব ইহাই যে যুক্তিযুক্ত সত্য এমন ধারণা নেয়ার কোন বাধ্য বাচকতা নেই।পূর্বেই উল্লেখ করেছি সাভারের মানুষ গুলির শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাস নেই;এখানে আলোচনা করবো সাভারের রাজনীতি ও রাজনৈতিক নেতা ও ব্যক্তি নিয়ে।  (চলবে)

Post Bottom Ad

Responsive Ads Here

Pages