ভাস্কর মৃণাল হক আর নেই - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, August 22, 2020

ভাস্কর মৃণাল হক আর নেই



অনলাইন ডেস্ক : দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সূত্র আমার দেশের সংবাদ কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। এজন্য এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
হাসপাতাল সূত্র  জানায়, ‘মৃণাল হকের ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। শুক্রবার রাতে তার সুগার লেবেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে যায়।
পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স নেওয়া হয়। পরে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’
মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি।

২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেক ভাস্কর্যের কাজ করেছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages