কুমিল্লায় নসিমনের চাপায় যুবক নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, August 12, 2020

কুমিল্লায় নসিমনের চাপায় যুবক নিহত


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলায় নছিমন চাপা পড়ে চালক রোমান খাঁন (২০) নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের চাচা জয়নাল খাঁন ও ভগ্নিপতি রমজান আলী। বুধবার উপজেলার গৌরীপুর-হোমনা রোডের গাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোমান খাঁন উপজেলার কাপাশকান্দি গ্রামের প্রবাসী বাবুল হোসেনের ছেলে।

আহত জয়নাল খাঁন নিহতের চাচা ও ভগ্নিপতি রমজান আলী উপজেলার দুখিয়ারকান্দির বাসিন্দা।
স্থানীয়রা জানান, এলাকায় আখ বিক্রি করার জন্য উপজেলা সদর থেকে নছিমন বোঝাই আখ নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আখবোঝাই নছিমনটি সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালে চালক রাস্তায় ছিটকে পড়ে। নছিমনটি উল্টে চালকের মাথায় চাপা পড়ে।
রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
তিতাস থানার এসআই মো. আব্দুল করিম জানান, সুরতহাল দেখে বুঝা যায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন চাপা পড়ে মারা যায়। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages