ফরিদপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ , মা ও মেয়ে আটক - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, August 16, 2020

ফরিদপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ , মা ও মেয়ে আটক


ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় স্ত্রী ও কন্যার বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গুপিনাথপুর বাইটকেমারি গ্রামে এ ঘটনা ঘটে। বাবা নওশের আলী শেখকে (৬৫) হত্যার ঘটনায় পুলিশ স্ত্রী ও কন্যাকে আটক করেছে। এদিকে নিহতের ছেলে আশরাফ আলী শেখ বাদি হয়ে তার মা ও বোনের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার রাত ৯টার দিকে নওশের আলীকে তার স্ত্রী মর্জিনা বেগম (৫২) ও কন্যা নাদিরা বেগম (২৬) বেধড়ক মারপিট করে। এতে বৃদ্ধ নওশের আলী গুরুতর আহত হয়। পরে আহতবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার ঘটনাস্থলে গিয়ে মর্জিনা বেগম ও নাদিরা বেগমকে আটক করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নওশের আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages