আশুলিয়ায় শোকাবহ আগষ্ট উপলক্ষে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, August 28, 2020

আশুলিয়ায় শোকাবহ আগষ্ট উপলক্ষে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ


আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় শোকাবহ আগষ্ট উপলক্ষে প্রতি সপ্তাহের ন্যায় মুসল্লিদের মাঝে খাদ্য বিতরণ করেছেন যুবলীগ নেতা হাজী মোশাররফ হোসেন খাঁন। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের পর আশুলিয়ার দোশাইদ স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদসহ দুটি মসজিদের মুসল্লিদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে যুবলীগ নেতা হাজী মোশাররফ হোসেন খাঁন বলেন, যার জন্য আমরা স্বাধীন ভুখন্ডে স্বাধীনভাবে কথা বলতে পারছি, মাথা উঁচু করে বেঁচে আছি, যার  ঋণ আমরা কোন কালেও শোধ করতে পারবো না, তাকেই কিছু বিপথগামী হায়েনারা হত্যা করেছে। তাদের পরিবারের যাকে পেয়েছে তাকেই হত্যা করা হয়েছে। এ ধরনের ঘৃণ্য ইতিহাস বাংলার ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। মুলত তাদের আত্মার মাগফেরাত কামনায় আগস্ট মাসের প্রতি শুক্রবার বিশেষ দোয়া ও মুনাজাতসহ মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করে থাকি।

জুম্মার নামাজ শেষে প্রায় ৫ শতাধিক মুসল্লিদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages