নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর কাশিমপুর থানায় ০১ (এক) জন ভুয়া র্যাব অফিসার আটক করেছেন অত্র থানার সঙ্গীয় ফোর্স সহ চৌকস পুলিশ অফিসার এসআই/মোহাম্মদ মাহাবুব। গত ইং ২২ আগষ্ট ২০২০ খ্রিঃ শনিবার রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার ডোমনা বাগানবাড়ী চেয়ারম্যানবাড়ী নতুন বাজার থেকে সাইফুল ইসলাম নামের এক ভুয়া র্যাব অফিসারকে আটক করেছেন।
ভুয়া র্যাব অফিসার মোঃ সাইফুল ইসলাম (৪২) কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা এলাকার আলিয়ারা (মৌকরা) গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। সে ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় জনৈক রফিকুল ইসলামের বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
ঘটনার দিন উক্ত বাজারের মুদি মালের ব্যবসায়ী মোঃ নূর নবী (৫৫) এর দোকানে গিয়ে তার নামে বিভিন্ন থানায় ০৮/১০ টি মামলা রয়েছে বলে সাইফুল সহ আরও ০৩ (তিন) জন ভুয়া র্যাব অফিসার পরিচয় বিভিন্ন ভাবে ভয়ভীতি দিয়ে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে। মুদি দোকানদার নূর নবী নিরুপায় হয়ে ডাক-চিৎকার করিলে আশে পাশের দোকানদার সহ স্থানীয় জনতা চলে আসে এবং কাশিমপুর থানায় সংবাদ দেন।
সংবাদ পেয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুবে খোদা এর নির্দেশনায় এসআই মোহাম্মদ মাহাবুব সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুয়া র্যাব সদস্য সাইফুলকে আটক করে আর তিন জন দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ নূর নবী বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। ২৩ আগষ্ট রবিবার ভুয়া র্যাব অফিসারকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন কাশিমপুর থানা পুলিশ। বর্তমানে সে জেল হাজতে আটক আছে।।