কে এম হামিদ রঞ্জু : মূল আলোচনায় যাবার আগে আমাদের দেশের জাতীয় রাজনীতি নিয়ে সামান্য আলোকপাত করব একটি রম্য ঘটনা দিয়ে। এক নব দম্পতি মধুচন্দ্রিমা উদযাপন করতে গিয়েছে বিশ্বের সর্ব বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে।সৈকতে দাঁড়িয়ে দু'জনই অবলোকন করছে সমুদ্রের নীল জলরাশি আর বিশাল আকৃতির ঢেউ।এরই
ফাঁকে বিশাল একটি ঢেউ আসতে
দেখে বাঁচাও বলে নব বিবাহিত স্ত্রী স্বামীকে ছেড়ে দৌড়ে পালালো ভাঙ্গার দিকে।
স্বামী বেচারি বিশাল ঢেউয়ের ধাক্কায় পড়ে গেল বটে তবে ডুবলো না।অতঃপর কাক ভেজা
স্বামী ডাঙ্গায় এলো স্ত্রীর কাছে।স্ত্রী তড়িঘড়ি করে স্বামীর কাছে এসে জিজ্ঞেস করল কিছু হয়নি তো?স্বামী পরম আদর করে স্ত্রীকে কাছে নিয়ে বললো পৃথিবীতে সবচেয়ে বড়
মিথ্যে কথা কোনটি জানো? স্ত্রীর নীরবতা ভেঙ্গে স্বামীই
বললো "আমি তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসি।"
স্ত্রীর সাহস্য জিজ্ঞেসা এ কথা
বললে কেন? স্বামী উত্তর দিল
বিয়ের আগে এ কথাটি তুমি
প্রতিটি চিঠিতে লিখতে আজ
প্রমান হয়ে গেল মানুষ নিজের
জীবনের চেয়ে অন্য কিছুকেই
বেশি ভালোবাসে না।আমদের
দেশের রাজনীতিবিদরা ঐ নব
বধুর মতোই রাজনৈতিক মাঠ
গরম করার জন্যই মিথ্যার
তুবড়ি আওরায়-যেমন "আমি
রাজনীতি করি খেটে খাওয়া
গরিব মানুষের জন্যে, দরিদ্র
দুরি করনের জন্য বা দেশের কল্যানের জন্য।" আসলে তারা রাজনীতি করেন নিজের
ও আত্মীয় স্বজন অথবা দলীয় কিছু কর্মীর ভাগ্য পরিবর্তনের জন্য।আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কোন আদর্শ নেই,দেশপ্রেম বোধ নেই,চেতনা নেই,নেই কোন দেশ গড়ার ভবিষ্যৎ দর্শন। এমন কি ঐ সকল রাজনৈতিক দলগুলোর শীর্ষ
পদ দখলকারী নেতা-নেত্রীদের অনেকেরই কোন রাজনৈতিক পূর্ব অভিজ্ঞতা নেই।এই সকল
অপরিপক্ক, আদর্শহীন,ব্যক্তিত্বহীন জ্ঞানহীন ব্যক্তিরা যাদের নেই কোন প্রজ্ঞা বা দুরদর্শিতা তাদের দিয়েই আমাদের দেশটা চলছে।
এছাড়াও আমাদের দেশে রাজনীতিতে অতন্ত্য অশুভ
দুটি শক্তি ঢুকে পড়েছে তাহলো পেশি শক্তি ও কালো
টাকা।নেতা হতে হলে এদুটো
থাকা এখন অত্যাবশ্যক হয়ে
দাড়িয়েছে। অবশ্য ব্যতিক্রম যে নেই তা আমি বলছি না।
(চলবে)