কাশিমপুর থানার অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Thursday, August 6, 2020

demo-image

কাশিমপুর থানার অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

received_3130596580392466

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর  পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব মোঃ মাহবুবে খোদা-র নেতৃত্বে গত ০৫ অাগষ্ট বুধবার রাতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার পশ্চিম এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ (বাইশ) পিস ইয়াবা সহ ০২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত  ১. মোঃ আল আমিন (২৫) চাঁদপুর জেলার হাইমচর থানা এলাকার গাজীনগর গ্রামের শফিক সরদার এর ছেলে। তার দেহ তল্লাশি করে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানা বারেন্ডা মোল্লা মার্কেট আসমার বাড়ীতে ভাড়াটিয়া বাসায় বসবাস করে।
২. মোঃ রাজু আহম্মেদ (৩৭) গাজীপুর মহানগর কাশিমপুর থানার বারেন্ডা পশ্চিমপাড়া বন্দর আলীর ডাঙ্গা এলাকার মৃত হাসেন সরদার এর ছেলে। তার দেহ তল্লাশি করে ১২ (বার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ০৬ আগষ্ট, বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে কাশিমপুর থানা পুলিশ।

Post Bottom Ad

Pages

undefined