সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, August 20, 2020

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত


অনলাইন ডেস্ক : ভারতে মহামারী করোনার বিস্ফোরণ ঘটেছে অনেক আগেই। প্রায় প্রতিদিনই দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেজকর্ড হচ্ছে দেশটিতে।
একদিনে দেশটিতে নতুন করে প্রায় ৭০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৬৯ হাজার ৬৭২ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এদিন মারা গেছে আরও ৯৯৭ জন।
সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডের দিনে সুস্থতার সংখ্যায়ও রেকর্ড গড়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজার ৪৩৩ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠেন, যা আগে কখনও হয়নি।
ভারতে অবশ্য করোনা পরীক্ষার সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। আগস্টের শুরু থেকেই করোনা পরীক্ষা অনেক বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৫৮ শতাংশ। এ সময় ৯ লাখ ১৮ হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা হয়, যা দেশটিতে এ যাবত একদিনে সর্বোচ্চ পরীক্ষা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানিয়ে, দেশটিতে মোট করোনা আক্রান্তের ৬০ শতাংশই পাঁচ রাজ্যে। রাজ্যগুলো হলো– মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তরপ্রদেশে।

প্রথম থেকেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখন পর্যন্ত সে রাজ্যে ৬ লাখ ২৮ হাজার ৬৪২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। বুধবার মহারাষ্ট্রে ১৩ হাজার ১৬৫ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। এদিন মারা গেছে ৩৪৬ জন।
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৯৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১১৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত তামিলনাড়ুতে করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৪৪৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন ৫৩ হাজার ১৫৫ জন। রাজ্যটিতে করোনায় এখন পর্যন্ত ৬ হাজার ১২৩ জনের প্রাণহানি ঘটেছে।
অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লাখ ১৬ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ হাজার ৭৪২ জন। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮ হাজার ৬৪২ জন। রাজ্যে মোট আক্রান্ত ২ লাখ ৪৯ হাজার ৫৯০। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২৬ জন। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৭ জনে।
সব মিলেয়ে বিশ্বে করোনায় বিপর্যস্ত শীর্ষ তিন দেশের একটি ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৮৮৬ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ২৮ লাখ ৪১ হাজার ৪০০ জন। মোট মারা গেছে ৫৪ হাজার ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ৯৭ হাজার ৭৬৬ জন। হাসপাতালে ও হোম কেয়ার চিকিৎসাধীন ৬ লাখ ৮৯ হাজার ৬১৭ জন। এদের মধ্যে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Post Bottom Ad

Responsive Ads Here

Pages