টাঙ্গাইলের কালিহাতী বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Monday, August 3, 2020

টাঙ্গাইলের কালিহাতী বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খুশি (৪) উপজেলার গিলাবাড়ী গ্রামের ট্রাক চালক লাভলু তরফদারের মেয়ে। অন্যজন টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের এনজিও কর্মী আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)।

শিশু দু'টি সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।  
স্থানীয় ইউপি সদস্য কামরুন্নাহার রানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন আবির মা বাবার সাথে মামার বাড়িতে সকালে বেড়াতে আসে। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে খুশি ও আবির ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কুমার বিশ্বজিৎ পাল বলেন হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages