ডেস্ক নিউজ : একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কথা সাহিত্যিক-সাংবাদিক রাহাত খান আর নেই ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজিউন) শুক্রবার(২৮শে আগষ্ট) রাত সাড়ে ৮টায় তিনি তাঁর ইস্কাটন গার্ডেনের বাসভবনর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে নানা শারিরিক জটিলতায় ভুগছিলেন ছিলেন। আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা শেষে তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা । তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।