বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন, অবশেষে বিয়ে - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, August 19, 2020

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন, অবশেষে বিয়ে

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন প্রেমিকা। অবশেষে অনশনরত অবস্থায় প্রেমিকের বাড়িতেই বিয়ের পিঁড়িতে বসলেন সেই প্রেমিকা মীম।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভায়না গ্রামে প্রেমিক সোহাগ হোসেনের বাড়িতে মীমের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভায়না গ্রামের সোহাগ হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী সাহাপুর গ্রামের মীম খাতুনের মন দেওয়া-নেওয়া চলছিল। এরই জের ধরে গত সোমবার বিকেলে বিয়ের দাবিতে প্রেমিক সোহাগ হোসেনের বাড়িতে এসে অনশনে বসেন মীম।
মীমের পরিবার জানায়, সোহাগ হোসেন মীমকে নাকফুল পরিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যেতেন। এ ছাড়া একসঙ্গে থেকেছেনও। পরে এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। শেষ পর্যন্ত বিয়ের দাবিতে প্রেমিক সোহাগের বাড়িতে অবস্থান করার পর গতকাল রাতে ওই বাড়িতেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
তবে এ ঘটনা পুরো জেলায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সম্মতিতে ৫০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে

Post Bottom Ad

Responsive Ads Here

Pages