আশুলিয়ায় শোকের মাসে চলছে শখের মেলা - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, August 30, 2020

আশুলিয়ায় শোকের মাসে চলছে শখের মেলা


আশুলিয়া প্রতিনিধি : ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ফলে পুরো আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস । আর এই শোকের মাসেই আশুলিয়ার প্রভাবশালী একটি মহল শোখের মেলা নামে শখের মেলা বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
একদিকে শোকের মাস অন্য দিকে করোনায় বিপর্যস্ত সারাদেশের মানুষ। করোনার প্রাদুর্ভাবে সরকারী নির্দেশনায় সারা দেশের সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকলেও আশুলিয়ায় প্রভাবশালীরা স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে সরকারী সকল নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোকাহত বাঙালি জাতির মনে কষ্টের দাগটেনে উচ্চঃস্বরে হিন্দি গান বাজিয়ে হাজার হাজার লোকের সমাগম ঘটিয়ে দেদারছে চালাচ্ছেন শখের মেলা।
সরেজমিন গেলে দেখা যায়, আশুলিয়ায় জামগড়া বটতলা নামক এলাকার প্রভাত সিটির দেয়ালের ভিতর প্রায় শতাধিক দোকান যেমন, কসমেটিকস, ছোট বাচ্ছাদের খেলনা,মিষ্টির দোকান,নাগরদোলা,নৌকাদোলা সহ  বিনোদনের জন্য কোনো কিছুই বাদ নেই।
 সবই আছে এই মেলায় ।হিন্দি গানের তালেতালে এলাকার বখাটে এবং উঠতি বয়সের ছেলেরা নেচে যাচ্ছে হেলেদুলে কেউবা আবার রকস্টাইলে।
 একটু এগোতেই দক্ষিণা বাতাসে ভেসে আসলো বাংলা মদের উৎকট গন্ধ।
দু”পা এগোতেই দেখা গেল, আবছা আলোতে চার পাঁচজন যুবক চেয়ার পেতে পানির বোতল নিয়ে বসে খোস গল্পে মগ্ন। 
মেলায় কিভাবে দোকান চালান জানতে চাইলে শাজাহান নামের এক দোকানি জানান, মেলা বসিয়েছেন রোমান ভূঁইয়া  এবং বাবু নামের এক ব্যক্তি। তাদের সাথে চুক্তি অনুযায়ী নির্ধারিত টাকা দিয়ে দোকান চালাচ্ছেন তারা। টাকার পরিমান জানতে চাইলে তিনি তা বলতে অস্বীকৃতি জানান।
মেলার মাঠের নিরাপত্তার দায়ীত্বে থাকা একজন বলেন, রোমান ভূঁইয়ার খালাতো ভাই ভ্যাট বাবু ওরফে নেশাখোর বাবু ভাই অইেশ উপরের মহল ম্যানেজ করে মেলা চালাচ্ছেন।আপনাদের কোনো কথা থাকলে রোমান ভূঁইয়ার অফিসে যান । মেলার অশেপাশের অনেকে জানান বাবু নামের জৈনক ব্যক্তি অত্র চিন্হিত মাদকসেবী। 

এ ব্যাপারে রোমান ভূঁইয়ার অফিসে গেলে কাউকেই পাওয়া যায়নি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages