টিকটকার ‘অপু ভাই’র রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, August 4, 2020

টিকটকার ‘অপু ভাই’র রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ




অনলাইন ডেস্ক : টিকটকার ‘অপু ভাই’র রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। টিকটকার ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’এর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার অপুকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ স্বীকার করেছেন অপু।

সোমবার রাতে অপুসহ ৯ জনের মামলাটি করা হয়।

মামলার এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages