ছাত্রলীগের রংপুর জেলা সভাপতির বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা - Meghna News 24bd

সর্বশেষ


Monday, September 7, 2020

ছাত্রলীগের রংপুর জেলা সভাপতির বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা


রংপুর প্রতিনিধি : রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে রবিবার দুপুরে দুদফা কোতয়ালী থানা ঘেরাও করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। দু দফায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা।   

শনিবার বিকেলে ছাত্রলীগের জেলা সভাপতি রনি ও তার তিন সহযোগীর বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন এক স্কুল শিক্ষিকা।  

এদিকে মামলা করার পর পরেই স্কুল শিক্ষিকাকে থানা চত্বরে অবস্থিত ভিকটিম সার্পোট সেন্টারে পুলিশী হেফজাতে রাখা হয়।
মামলাটিকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদে রনির সমর্থক নেতা কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা মামলা প্রত্যাহারের দাবি জানান।  
এর পরে দুপুর দুটার দিকে আবারও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জিয়নের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কোতয়ালী থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিতে থাকে।  

এ ব্যাপারে বিক্ষোভে অংশ নেয়া ছাত্রলীগ নেতার জিয়ন জানান, মেয়ে ঘটিত একটি ঘটনায় ছাত্রলীগের সভাপতি রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
আমরাও একটি অভিযোগ দিয়েছিলাম সেটা নিয়ে কোন ব্যবস্থা না নেয়ায় আমরা বিক্ষোভ করছি।  
কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ থানা ঘেরাওয়ের বিষয়ে কোন মন্তব্য করেননি।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages