সাভারে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল - Meghna News 24bd

সর্বশেষ


Monday, September 21, 2020

সাভারে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

সাভার প্রতিনিধি : সাভারে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানমের আত্মার মাগফেরাত কামনায়  দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ জোহর (২০ সেপ্টেম্বর) দুপুরে এর

 এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার আত্মার  মাগফিরাত কামনা করে সাভার আশুলিয়া থেকে   আগত কয়েক হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মাানুষ দোয়া মাহফিলে শরীক হন।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাংবাদিিক জাহিদুর রহমান জাহিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সংবাদকর্মী বৃন্দ ।

উল্লেখ্য, শিরিয়া খানম ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ইন্তেকাল করেন। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages