সাভার প্রতিনিধি : সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সুজন কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম চেয়ারম্যান সুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় জনৈক আশরাফুল ইসলাম বাড়ি করতে গেলে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শেষে নিরুপায় হয়ে আশরাফুল ইসলাম চেয়ারম্যান সুজনকে আজ ২৯ সেপ্টেম্বর এক লক্ষ টাকা দিলেও সুজন তা মানতে নারাজ। আরও চার লক্ষ টাকার জন্য আশরাফুল ইসলামকে চাপ দিতে থাকে চেয়ারম্যান সুজন।
অবশেষে আজ সন্ধ্যার পরে সাভার মডেল থানায় বাদী হয়ে আশরাফুল ইসলাম মামলা দায়ের করলে চাঁদাবাজির অভিযোগে পুলিশ চেয়ারম্যান সাইদুর রহমান সুজন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।