সাভারে রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হ্যাপি দাস করোনায় আক্রান্ত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, September 5, 2020

সাভারে রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হ্যাপি দাস করোনায় আক্রান্ত


সাভার প্রতিনিধি : সাভারে রাজস্ব সার্কেলের সহকারীহ্যাপি দাস কমিশনার করোনায় আক্রান্ত
হ্যাপি দাস।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস ও তার মা নিলুফার বিশ্বাস।
চিকিৎসার জন্য তাদের দু’জনকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হ্যাপি দাসের মা নিলুফার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইতে) রাখা হয়েছে।
হ্যাপি দাস জানান, শুক্রবার করোনার উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ও তার মার কোভিড পরীক্ষা করান।
দু’জনের রিপোট পজিটিভ আসায় পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই গত কয়েক মাস ধরে দায়িত্ব পালন করে আসছিলেন প্রশাসনের বিসিএস ক্যাডারের এই নারী কর্মকর্তা।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages