ধামরাইয়ে ঢাকা জেলা কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, September 12, 2020

ধামরাইয়ে ঢাকা জেলা কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি




ধামরাইয়ের রোয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকলী নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধিধামরাইয়ে ঢাকা জেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী  উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে 
শনিবার (১২সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল  ইউনিয়নের রোয়াইল উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত সভা শেষে ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিম সদস্য সচিব আহসান হাবিব উদ্যোগে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক এবং জনসাধারণের মাঝে বনজ ফলজ ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করেছে কৃষকলীগ নেতৃবৃন্দ    

ধামরাইয়ের রোয়াইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
সময় উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য  এডভোকেট বেপারী আল মামুন(বাবু), ঢাকা জেলা কৃষকলীগের সহ-সভাপতি কৃষকলীগের দেলোয়ার হোসেন মাস্টার ,আশুলিয়া থানা কৃষকলীগের সদস্য আর কে মুক্তা , রিপন মিয়া , এডভোকেট রবিউল করিম জাগন, রোয়াইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আমজাদ হোসেন ,সহকারী শিক্ষক আব্দুল মজিদ, রাজিব হোসেন,খবির উদ্দিন,স্থানীয় ইউপি সদস্য নেপাল চন্দ্র সাহা সহ অন্যানো নেতৃবৃন্দ

গাছের চারা রোপন করছেন ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিম
সময় ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিম বলেন, পর্যন্ত তারা সাভার আশুলিয়ার বিভিন্ন  এলাকার স্কুল কলেজের মাঠ, বিভিন্ন পতিত জমিন সড়কের পাশে প্রায় ৫হাজার বনজ ফলজ ঔষধি গাছের চারা রোপন করেছে আজ তারা  ধামরাই উপজেলার রোয়াইল  ইউনিয়নের রোয়াইল উচ্চ বিদ্যালয়ে ৫শত বনজ ফলজ ঔষধি গাঝের চারা বিতরণ ও রোপন করেছে ধামরাই উপজেলায় তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে


Post Bottom Ad

Responsive Ads Here

Pages