বরিশালে লঞ্চ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, September 16, 2020

বরিশালে লঞ্চ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত


বরিশাল প্রতিনিধি : বরিশাল নদীবন্দরে ঢাকা থেকে আসা পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে উদ্ধার হওয়া নারীর লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিহতের ভাই মোক্তার হোসেন তাঁর লাশ গ্রহণ করেন।
রাতে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস লাভলী (২৯)। তাঁর স্বামী ওলিয়ার রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। লাভলী তাঁর বাবা আবদুল লতিফ মিয়ার সঙ্গে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় থাকতেন। তিনি দুই ছেলের জননী।
ওসি আরো বলেন, ‘যে না‌ম ও মোবাইল নম্বর দিয়ে লঞ্চের কে‌বিন নেওয়া হয়েছে, তা স‌ঠিক নয় বলে প্রাথ‌মিকভাবে নি‌শ্চিত হওয়া গেছে। তবে সব‌কিছু আরো কঠোরভাবে পর্যবেক্ষণ ‌করার পাশাপা‌শি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তিকে খোঁজা হচ্ছে। অতিদ্রুত আমরা তাঁকে গ্রেপ্তার করতে পারব।’
গত ১৪ সেপ্টেম্বর সকালে নৌ পুলিশ বরিশাল নদীবন্দরে পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে একটি মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে সিআইডির দলসহ পু‌লিশের বি‌ভিন্ন ইউনিট কাজ করে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages