ছিনতাই করতে গিয়ে ধরা খেল দুই পুলিশ - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, September 19, 2020

ছিনতাই করতে গিয়ে ধরা খেল দুই পুলিশ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ছিনতাইয়ের অভিযোগে আজ শনিবার পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে জিএমপির বাসন থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি এলাকার আমিনুল ইসলাম (২৫) ও জামালপুর সদরের ভাটিগজারিয়া আকন্দবাড়ি এলাকার ইমরুল হাসান (২৬)। এদের মধ্যে ইমরুল হাসান গাজীপুর মহানগর পুলিশের অধীন কাশিমপুর কারা কমপ্লেক্স পুলিশ ক্যাম্পের কনস্টেবল বলে নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের দায়িত্ব ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।
জিএমপির বাসন থানার এসআই মোশারফ হোসেন মামলার বরাত দিয়ে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই বন্ধুসহ রাজমিস্ত্রির শ্রমিক রেজাউল ইসলাম চান্দনা চৌরাস্তা থেকে হেঁটে কোনাবাড়ীর পল্লীবিদ্যুৎ এলাকায় যাচ্ছিলেন। পথে রাত ৩টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছালে আমিনুল ও ইমরুল ওই তিনজনের পথরোধ করেন। আমিনুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিতে চান। রেজাউল দিতে অস্বীকার করলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে রাত সাড়ে ৩টার দিকে বাসন থানাধীন আউটপাড়া এলাকায় নিয়ে আসে। সেখানে রেজাউলের কাছ থেকে মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নেন ওই দুইজন। এ সময় রেজাউল ও তাঁর সঙ্গীরা তাদের থানায় নিয়ে যেতে বললে আমিনুল থানায় নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এতে তাঁরা ছিনতাকারী বুঝতে পেরে রেজাউল ও তাঁর সঙ্গীরা চিৎকার শুরু করলে আমিনুল ও ইমরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় পুলিশ আমিনুলের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ত্রাস সৃষ্টি করে ছিনতাইয়ের অভিযোগে রেজাউল ইসলাম বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages