নিজস্ব প্রতিনিধি : আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে তরুণীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার চাকল গ্রাম ও ধামরাইয়ের নান্নার ইউনিয়নের পাঁচাল থেকে আজ সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা এ খবর নিশ্চিত করেছেন।
আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, আজ সোমবার সকালে আশুলিয়ার চাকল গ্রামের নিজ ভাড়া ঘরে এক নারীর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, আজ সোমবার সকালে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে নিজ ঘরে এক তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বলে জানান ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।
কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।