আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া থেকে চুরি হওয়া চার মাসের শিশুকে উদ্ধার করে মা-বাবার কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে নাসিমা (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু।
রিজাউল হক দীপু জানান, গতকাল সোমবার আশুলিয়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে চার মাস বয়সী শিশু মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যান নাসিমা। এ ঘটনায় ভুক্তভোগী মা-বাবা থানায় অভিযোগ করেন। এরপর ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশুকে চুরির অভিযোগে নাসিমাকে গ্রেপ্তার করা হয়।
রিজাউল হক দীপু আরো জানান, শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত নাসিমার বিরুদ্ধে মামলার পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।