সিরাজগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হাসান মির্জা (৬০) মারা গেছেন। আজ সোমবার ভোরে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল মিঞা শোভন জানান, চার দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
এ ছাড়া তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।