দেশের অর্থনীতির চাকা সচল রাখতে খরচ কমানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, October 11, 2020

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে খরচ কমানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

 

অনলাইন ডেস্ক : আসছে শীতে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ আবারও দেখা দিতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে খরচ কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘শীতে করোনার প্রকোপ আবারও দেখা দিতে পারে। আর এমন হলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে সাহায্য-সহায়তা করতে হবে, ওষুধ কিনতে হবে। সেদিকে লক্ষ রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে। কাজেই যেটুকু নেহাত প্রয়োজন, তার চেয়ে বেশি পয়সা অর্থায়ন করা চলবে না।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সশস্ত্র বাহিনীসহ দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তিবান্ধব রূপে সেনাবাহিনীকে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতির আস্থা ধরে রেখে দেশসেবায় নিয়োজিত রাখতে সেনাসদস্যদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী।

করোনা মোকাবিলায় সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ ও আর্থিক সহায়তার পাশাপাশি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages