জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর ওপরে এবং মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে হবে - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, October 29, 2020

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর ওপরে এবং মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে হবে

 


নিজস্ব প্রতিনিধি :

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বীদের পর্দা মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি বলেছেন, অফিস চলার সময় সকলকে মোবাইল ফোন বা ফোনের শব্দ বন্ধ রাখতে হবে। 

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম এই নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম আজ বৃহস্পতিবার বিকেলে তিনি আমার দেশের সংবাদ কে বলেন, ‘এ বিজ্ঞপ্তি শুধু অফিসের ভেতরে দিয়েছি। সংবাদপত্র বা ফেসবুকে দিইনি।’ 

এ বিজ্ঞপ্তি নিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস চলার সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনের শব্দ বা মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর ওপরে এবং মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে হবে। একই সঙ্গে পর্দা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়।

তার এমন নির্দেশনায় ধর্মপ্রাণ সরকারি কর্মকর্তা কর্মচারী সন্তোষ প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যায়  সকল সরকারি প্রতিষ্ঠান সমুহে এমন নির্দেশনা চালু করার আহবাণ জানান। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages