আশুলিয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - Meghna News 24bd

সর্বশেষ


Monday, October 19, 2020

আশুলিয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

 


নিজস্ব প্রতিনিধি : আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি  শামসুল আলম সহ সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ডিইপিজেডে পাশর অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহন করেন । এ সময় অত্র ক্লাবের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি বাবুল আহম্মেদ, সাধা: সম্পাদক শাহরিয়ার খান বাবুল, সাবেক সহ-সভাপতি নূর হোসেন, সাবেক যুগ্ন-সাধা: সম্পাদক মাসুদ রানা, সাবেক কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন মিয়া, প্রচার সম্পা: আকরাম, ক্রীড়া সম্পা: মাহবুবুল আলম মানিক, মহিলা সম্পাদিকা আশা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচিত্রা রায়, সদস্য-জাহাঙ্গীর আলম প্রধান, মনির হোসেন,খোশেদ আলম, নেছার উদ্দিন, আলম, নজরুল সহ প্রায় শতাধিক সাংবাদিক বৃন্দ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি শামসুল আলমের উপর সন্ত্রাসী হামলার ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়াও সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধে সরকারের প্রতি আরো জোড়ালেভাবে পদক্ষেপ গ্রহনের আহবাণ জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages