ঘরে ঢুকে যাওয়া পিকআপভ্যানের চাপায় ভাইবোন নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Friday, October 23, 2020

ঘরে ঢুকে যাওয়া পিকআপভ্যানের চাপায় ভাইবোন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে দুই ভাইবোনকে চাপা দেয়। এতে দুজনেরই মৃত্যু হয়।

শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- গোপীনাথপুর এলাকার চান মিয়া শিকদারের মেয়ে থাসফিয়া খানম (৩) ও ছেলে রাব্বি সিকদার (৬)।

স্থানীয়রা জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জে আসার সময় একটি পিকআপভ্যান ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে।

এ সময় পিকআপের চাপায় ঘটনাস্থলেই তাসফিয়া খানমের মৃত্যু হয়। গুরুতর আহত তাসফিয়ার বড় ভাই রাব্বি সিকদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যায়।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক আবু নাঈম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages