জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - Meghna News 24bd

সর্বশেষ


Monday, October 19, 2020

জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 


নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার এই কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

এর আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সই করেন সংগঠনের সভাপতি ফজলুল হক মন্টু, বর্তমানে প্রয়াত কার্যকরী সভাপতি মোল্যা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরু।

শ্রমিক লীগের দেওয়া তালিকা অনুযায়ী, এই কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সাংগঠনিক সম্পাদক দুজন, ১২টি সম্পাদকীয় পদে ১২ জন ও পাঁচজন সদস্য রয়েছেন।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক হন কে এম আযম খসরু। কার্যকরী সভাপতি হন মোল্যা আবুল কালাম আজাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে গত ২ এপ্রিল মোল্যা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেন।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages