পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, October 24, 2020

পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী



টাঙ্গাইল প্রতিনিধি : সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় মূল আসামি শনাক্ত হয়েছে। খুব শিগগিরই তাঁকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়।’

অপরাধের সঙ্গে পুলিশের জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে; তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা করা দরকার, তা করা হচ্ছে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার সময় তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, তানভীর হাসান ছোট মনির ও মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages