আমরা সড়কে একটি মৃত্যুও চাই না : ওবায়দুল কাদের - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, October 21, 2020

আমরা সড়কে একটি মৃত্যুও চাই না : ওবায়দুল কাদের



অনলাইন ডেস্ক :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিদিনই মৃত্যু ঘটছে, প্রতিটি মৃত্যুই বেদনার, আমরা সড়কে একটি মৃত্যুও চাই না।’ জাতীয় সংসদ এলাকায় নিজের বাসভবন থেকে আজ বুধবার ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা কিছুটা কমে এলেও আঞ্চলিক পর্যায়ে এবং জেলা মহাসড়কে ছোট আকারের যানবাহনের জন্য এবং বেপরোয়া চালনার জন্য দুর্ঘটনা ঘটছে। বুয়েটের সহযোগিতায় চিহ্নিত ১৪৪টি ব্ল্যাকস্পটের মধ্যে ১২১টি এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে।’
প্রাণহানি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে এরই মধ্যে বেশকিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে সরকারের পাশাপাশি দেশের সবার আন্তরিক প্রয়াসে দেশের সড়ক নিরাপদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নিরাপদ ও উন্নয়নবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। এ লক্ষ্যে আইনগত কাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শুরু করেছে। জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার চিহ্নিত করে আমরা তা বাস্তবায়ন করছি

Post Bottom Ad

Responsive Ads Here

Pages