প্রেমিকার দেয়া ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Saturday, October 17, 2020

demo-image

প্রেমিকার দেয়া ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর গ্রেফতার

resize-350x300x1x0-image-191589-1602882974

অনলাইন ডেস্কঃ
প্রেমিকার করা ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে বর ইসতিয়াক আহম্মেদকে। গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানার দেওভোগ নাগবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দেওভোগ পশ্চিম নাগবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে।
ধর্ষণ মামলার বাদীর অভিযোগ, ইসতিয়াকের সাথে তার চার বছরের প্রেম। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে ইসতিয়াক। সর্বশেষ গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে দেওভোগ নাগবাড়ীতে নিজের ভাড়া বাসায় ধর্ষণ করে। একাধিকবার বিয়ের কথা বললেও ইসতিয়াক নানা টালবাহানায় বিয়ে না করার পাঁয়তারা করে। পরে প্রেমিক ইসতিয়াকের বিয়ে করার বিষয়টি জানতে পেরে ফতুল্লা থানায় এসে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মামলার বাদী।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইসতিয়াককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে দেয়।


Post Bottom Ad

Pages

undefined