ইব্রাহিম খলিল, আশুলিয়া : দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি, সাভারের জনপ্রিয় নিউজ প্রোর্টাল আমারদেশের সংবাদের সম্পাদক ও সাংবাদিক মাসুদ রানার মাতা মরহুম সাহিদা বেগমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০শে নভেম্বর মঙ্গলবার আশুলিয়ার ভাদাইলের সাধু মার্কেট এলাকার বাইতুস সালাম মসজিদে বাদ মাগরিব এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জানাযায়, ২০১৮ ইং সালের ১০শে নভেম্বর সন্ধায় তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
১৯৬০ইং সালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহন করেন।
দিনটি উপলক্ষে তার পরিবারের আত্মীয়-স্বজন শুভানুধ্যায়ীরা দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।