আশুলিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, November 7, 2020

আশুলিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার



আশুলিয়া প্রতিনিধি :

আশুলিয়ায় মাছ ধরতে গিয়ে বংশাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর টুটুল শেখ (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার নলামের ডগরতলী ইটখোলা এলাকার বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চার বন্ধু মিলে বংশী নদীতে মাছ ধরতে গিয়েছিল টুটুল শেখ। মাছ শিকার শেষে চারজনই সাঁতার দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে। এসময় তিন জন নদী পার হয়ে আসলেও নিখোঁজ হয় টুটুল। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ১টি ইউনিট তাকে উদ্ধার অভিযান চালায়। পরে রাতে আলো স্বল্পতার কারণে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দুপুরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফি উদ্দিন।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages