আশুলিয়ায় গাঁজাসহ আটক- ২ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, November 9, 2020

আশুলিয়ায় গাঁজাসহ আটক- ২

 

আশুলিয়া প্রতিনিধি :

আশুলিয়ার সুগন্ধী তালটেকী  নামক এলাকায় গত (৯নভেম্বর) সোমবার রাতে অভিযান চালিয়ে  দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছথেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলো, রংপুর জেলা ,কাউনিয়া থানা ফাটাংতারি ভেল্লাবাড়ী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৪২) এবং আশুলিয়ার সুবন্দী তালদিঘী মন্ডল বাড়ীর মৃত আঃ রহিমের ছেলে মো. রুহুল আমিন (৩২)।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই)  জসীম উদ্দিন জানান ,সোমবার রাত দুইটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, সুবন্দী তালদিঘী জব্বারের বাড়ীর ভিতরে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে।এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সঙ্গীয় পোর্সসহ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে দুজনকে হাতেনাতে আটক করি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে সাইফুলের লুঙ্গির কোচায় লুকিয়ে রাখা আনুমানিক ৩০০ গ্রাম ও রুহুল আমিনের কাছে থাকা একটি ব্যাগে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করি। ।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages