সাভারের বিরুলিয়া ইউনিয়নে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, November 11, 2020

সাভারের বিরুলিয়া ইউনিয়নে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাভার প্রতিনিধি : সাভারের বিরুলিয়া ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হলো যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (১১ নভেম্বর) বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এ ছাড়াও  যুবলীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির স্মরণে তার আত্মজীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে এবং বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের বৃক্ষ রোপন,  দোয়া ও  মিলাদের আয়োজনে উপস্থিত ছিলেন  বিরুলিয়া  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান সিরাজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মন্ডল, সহ-সভাপতি মোঃ বারেক সিকদার ও মোঃসোহেল সহ বিরুলিয়া ইউনিয়ন  যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মন্ডল বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান  শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় এবার ব্যাতিক্রম ভাবে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। বৃহৎ সংগঠন যুবলীগ যেকোনো সময় সন্ত্রাস মাদক ও নেশা মুক্ত সমাজ গড়তে রাজপথে ছিল, আছে ও থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্ঘুম দেশের মানুষের জন্য ও জনগণের মঙ্গলে কাজ করে যাচ্ছেন।আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে ও তার ডিজিটাল বাংলাদেশ গড়তে দলকে সুসংগঠিত করে নিজ নিজ এলাকার উন্নয়নে ভুমিকা পালন করতে হবে।যুব সমাজকে মাদক নেশা থেকে দুরে রাখতে খেলা ধুলা সহ বিভিন্ন সামাজিক কাজে লাগানোর মধ্য দিয়ে উন্নয়ন স্বাধনে কাজ করতে হবে। যুবলীগ জনকল্যাণে কাজ করে আসছে । তাই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বিরুলিয়ায়  বৃক্ষ রোপণ কর্মসূচি, দোয়া ও মিলাদ  মাহফিলের মাধ্যমে বিরুলিয়ায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages