স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়া তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। ইতি টানলেন দীর্ঘ ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের।
আজ মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেল টি-টোয়েন্টি স্টার্সে অবসরের ঘোষণা দিলেন ওয়াটসন। ফলে গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ম্যাচটি ওয়াটসনের ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।
অবসরের ঘোষণা দিয়ে ওয়াটসন বলেন, ‘সব কিছুর শুরুই ছিল একটি বাচ্চা ছেলের স্বপ্ন হিসেবে। পাঁচ বছর বয়সে আমি একটি টেস্ট ম্যাচ দেখছিলাম, তখন মা কে বললাম, অস্ট্রেলিয়ার হয়ে আমি খেলতে চাই। আর এখন আমি আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। নিজের স্বপ্ন বাস্তবে পরিণত করা এবং আরো কিছুর জন্য আমি বেশ ভাগ্যবান অনুভব করছি।’
এরপর নিজের পরিবার ও কোচসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে অসি তারকা বলেন, ‘শুরুতে ধন্যবাদ জানাতে চাই আমার মা-বাবাকে। যাঁরা আমার স্বপ্নকে সত্যি করতে যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমার স্ত্রী, বোন, কোচ, পরামর্শদাতা ও সতীর্থদের।’
‘৩৯ বছর বয়সে আমার খেলার জীবনের ইতি টানছি। এত চোটের মাঝে এত দিন খেলে নিজেকে ভাগ্যবান মনে করছি’ – যোগ করেন ওয়াটসন।
২০০০-২০০১ মৌসুমে প্রথম শ্রেণির ক্যারিয়ার দিয়ে ক্রিকেট শুরু করেন ওয়াটসন। এরপর ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়ার জার্সিতে দীর্ঘদিন খেলার পর ২০১৬ অবসর নেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্ট খেলে ৩৫.১৯ গড়ে করেছেন তিন হাজার ৭৩১ রান। যার মধ্যে ছিল সেঞ্চুরি চারটি ও ২৪টি হাফসেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে ৩৩.৬৮ গড়ে উইকেট তাঁর ৭৫টি।
সাদাবলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন ওয়াটসন। ১৯০ ওয়ানডেতে ৪০.৫৪ গড়ে করেছেন পাঁচ হাজার ৭৫৭ রান। যার মধ্যে আছে নয়টি সেঞ্চুরি ও ৩৩টি হাফসেঞ্চুরি। উইকেট নিয়েছেন ৩১.৭৯ গড়ে ১৬৮টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৫.৩২ স্ট্রাইক রেটে ৫৮ ম্যাচে রান করেছেন এক হাজার ৪৬২। সেঞ্চুরি আছে একটি আর ফিফটি ১০টি। আর উইকেট সংখ্যা ৪৮টি।