মাসুদ রানা : দেশে পরিবহন জগতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাভারের আমিনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিনের পিতা জয়নাল আবেদীন (৭৫) আর নেই (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহী রাজিউন)।
জানাযায়, গত বুধবার (১১ই নভেম্বর) রাত ৯টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে লাইফ সার্পোটে রয়েছেন।
আমিনবাজার এলাকায় তিনি সবার কাছে জয়নাল মহাজন নামে ব্যপক পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকেরছায়া।
দলমত নির্বিশেষে তিনি সবার কাছে প্রিয় মানুষ হিসেবে ব্যাপকভাবে সুপরিচিত ছিলেন।
ঢাকা-১৯ এর সাবেক সাংসদ, ঢাকা জেলা বিএনপি-র সভাপতি
ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।