বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু দুই ছেলে ও স্ত্রীসহ করোনায় আক্রান্ত - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 27, 2020

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু দুই ছেলে ও স্ত্রীসহ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় বুলুসহ তাঁর সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড়ো ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোটো ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের (সাবিত) করোনা পজিটিভ আসে।

রাতে তাঁরা রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র অধীনে বুলু পরিবারের চিকিৎসা চলছে।

যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন এসব তথ্য জানিয়েছেন। মনজুরুল আজিম সুমন বলেন, ‘হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই এখনো ভালো আছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages