বরিশালে ছাত্রদল নেতাকে কোপানোর পর উল্টো তার বিরুদ্ধেই মামলা - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 13, 2020

বরিশালে ছাত্রদল নেতাকে কোপানোর পর উল্টো তার বিরুদ্ধেই মামলা

 


বরিশাল প্রতিনিধি : সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুকে কুপিয়ে আহত করার পর উল্টো তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে যারা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ তাদের একজনের বাবা এ মামলা করেন।

বৃহস্পতিবার বরিশাল মহানগর হাকিম আনিছুর রহমানের আদালতে মামলাটি করেন নগরীর কালিবাড়ী রোড এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। তিনি বরিশালে কিশোর গ্যাং হিসেবে পরিচিতি পাওয়া ‘আব্বা গ্রুপ’-এর নেতা তানজিম রাব্বীর বাবা।

মামলায় কাউনিয়া এলাকার অনিক রেজা আকাশ, আশিক, মনসাবাড়ি গলির দোলন হাওলাদার, শীতলাখোলা এলাকার সাজ্জাত বিন শাখাওয়াতসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর রাতে নগরীর কালিবাড়ী রোডের একটি হোটেলে ঢুকে ছাত্রদল নেতা টিপুকে কুপিয়ে আহত করা হয়। প্রতিপক্ষ তার মাথায় ছয়টি ও পেটে একটি কোপ দিয়ে পালিয়ে যায়। টিপুকে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তবে বৃহস্পতিবারের মামলায় বলা হয়েছে, টিপুসহ আসামিরা সবাই সন্ত্রাসী।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages