রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই ডাম্পিং - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, November 19, 2020

রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই ডাম্পিং

 

অনলাইন ডেস্ক : রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

বৃহস্পতিবার বিকালে ডিএমপির সদর দফতরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন- ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা।

ডিএমপিপ্রধান বলেন, রাস্তায় চাদাঁবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনো প্রকার চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। চালকদেরকে আইন মানার ক্ষেত্রে সচেতন করার কথাও বলেছেন তিনি।

সভায় চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএ’র সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখ করে বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান মালিক সমিতির নেতারা।

এ সময় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages