সাভার প্রতিনিধি : করোনা ভাইরাস রোধে সাভারে এলাকাবাসীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। শনিবার (৭ নভেম্বর) সকালে সাভারের ইমান্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন এর উদ্যোগে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এপর্যন্ত পৌর এলাকায় প্রায় ছয় হাজার পাঁচ’শ জন পরিবারের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হলো।
এলাকাবাসীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন সাভার পৌর মেয়র।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে এসময় স্থানীয় পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন, সেভ দ্যা চিলড্রেন এর সমন্বয়কারী আফসানা আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।