গুজবে কান না দিতে পুলিশের অনুরোধ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, November 2, 2020

গুজবে কান না দিতে পুলিশের অনুরোধ

 


ডেস্ক রিপোর্ট : কোনো ধরনের গুজবে কান না দিতে নাগরিকদের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ‘দেশকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী মহল ধর্মীয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।’ 

‘এই ধরনের বিভ্রান্তিকর, অসত্য তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি’ কাছের থানায় যোগাযোগ করতেও অনুরোধ করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা যেকোনো প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যাতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages